পশ্চিম তীরের হাসপাতালে ইসরায়েলি সেনার হাতে ৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনী মঙ্গলবার ভোরে পশ্চিম তীরের একটি হাসপাতালে তল্লাশি অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। তারা বলেছে, এ তিনজন হামাসের ‘সন্ত্রাসী সেলের’ সদস্য ছিল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রামাল্লার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘আজ সকালে দখলদার ইসরায়েলি বাহিনীর বুলেটের আঘাতে তিন ফিলিস্তিনি যুবক শহীদ হন। তারা জেনিনের ইবনে সিনা হাসপাতালে তল্লাশি চালিয়ে তাদেরকে গুলি করে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, হাসপাতালে লুকিয়ে থাকা হামাসের তিন সদস্যকে সৈন্যরা ‘হত্যা’ করেছে।