পশ্চিম তীরে বৃহস্পতিবার ইসরাইলি সৈন্যেদের গুলিতে ফিলিস্তিনের এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য সন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় সেখানের হত্যা পরবর্তী পরিস্থিতির ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি। তারা কেবলমাত্র ইসরাইলি সৈন্যের হাতে এক বেসামরিক নাগরিকের নিহত হওয়ার কথা জানিয়েছে। দক্ষিণ নাবলুসের কিফল হারেস নামের একটি গ্রামে এই ফিলিস্তিনি নাগরিক ঘাড়ে গুলি লাগার পর মারা যায়।
প্রাদেশিক গভর্নর আব্দুল্লাহ কামিল নিহত এ নাগরিকের নাম ইব্রাহিম মোস্তফা আবু ইয়াকুব (২৯) বলে জানান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইসরাইলি সামরিক বাহিনী এএফপি’কে জানায়, ‘দুই হামলা হামলাকারী আইডিএফ’র (ইসরাইল প্রতিরক্ষা বাহিনী) নিরাপত্তা ফাঁড়ি লক্ষ্য করে ককটেইল নিক্ষেপ করছিল।
এক সেনা মুখপাত্র আরও জানান, এসময় ‘সৈন্যরা গুলি করে।’
সেনাবাহিনী জানায়, নাবলুসের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কারো মৃত্যু হয়েছে কিনা সে ব্যাপারে তারা কিছু জানায়নি।
পশ্চিম তীর একটি ফিলিস্তিনের একটি ভূখন্ড। ১৯৬৭ সাল থেকে ইসরাইল এটি দখল করে রেখেছে।
পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যের হাতে ফিলিস্তিন নাগরিক নিহত
![](https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2020/07/inter-08-6.jpg)