পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

ফিলিস্তিনের পশ্চিমাঞ্চলের অধিকৃত পশ্চিম তীরে ইহুদি ধর্মের একটি তীর্থস্থানে সংঘর্ষ চলাকালে ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।
বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, নিহত কিশোরের নাম গাইত ইয়ামিন। তার বয়স ১৬। নাবলুসের পূর্বে অবস্থিত জোসেফ’স টম্বের কাছে সংঘর্ষ চলাকালে ইসরাইলি বাহিনীর ছোড়া গুলিতে মারাত্মকভাবে আহত হওয়ার পর সে মারা যায়। তার মাথায় গুলি লেগেছিল।