অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিম তীরে সহিংসতা অনেক বেড়ে গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের তুবাসে ১৪ বছর বয়সী আমির ওয়াহদান নিহত হয়। ইসরাইয়েল সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সেখানে তারা দুই সন্দেহভাজনকে গ্রেফতার করতে গিয়েছিল।
এদিকে প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে জানিয়েছে, ফিলিস্তিনি কিশোররা ইসরায়েলি সামরিক বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে পাথর ছুড়লে সৈন্যরা পাল্টা গুলি চালায়। ফলে সেখানে সংঘর্ষ বেধে যায়।
সেনাবাহিনী জানায়, ‘বেশ কিছু বন্দুকধারী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তারাও পাল্টা জবাব দেয়।’
ফিলিস্তিনি মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনের রামাল্লার কাছে ১৭ বছর বয়সী মালিক দেঘরেহ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী তল্লাশি চালানোর জন্য একটি গ্রামে প্রবেশের পর সেখানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তারা আরো জানান, সেখানে যে কিশোরটি মারা গেছে তার শরীরে চারটি গুলি লেগেছে।