জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস অধিকৃত পশ্চিমতীরের বর্ধিতাংশে বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাতিল করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের মারাত্মক লংঘন। মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে গুতেরেস এ আহ্বান জানান।
ইসরাইল- ফিলিস্তন সংঘাত নিয়ে বছরে দ’ুবার নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার অনুষ্ঠেয় পরিষদের বৈঠকের প্রাক্কালে রিপোর্টটি প্রকাশিত হয়।
রিপোর্টে গুতেরেস আরো বলেন, ইসরাইলী সম্প্রসারণ দ্বিরাষ্ট্র সমাধান ও নতুন আলোচনার সম্ভাবনাকে বানচাল করবে । তিনি বলেন, আমি ইসরাইলের প্রতি সম্প্রসারণ পরিকল্পনা বাতিল করার আহ্বান জানাচ্ছি।
গুতেরেস বলেন, সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তা হবে জাতিসংঘ সনদসহ আর্ন্তজাতিক আইনের মারাত্মক লংঘন।
ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার বলেছে, তারা ১ জুলাই থেকে সম্প্রসারণ প্রক্রিয়া শুরু করতে পারে।
পশ্চিমতীর ছাড়াও জর্ডান উপত্যাকায় ইসরাইল তাদের বসতি স্থাপনের পরিকল্পনা করেছে। ফিলিস্তিন সার্বিকভাবে এ পরিকল্পনা প্রত্যাখান করেছে। নিরাপত্তা পরিষদের এই বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।
আগামী ১ জুলাইয়ের আগে এ বিষয়ে এটিই সবচেয়ে বড়ো কোন আন্তর্জাতিক বৈঠক। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক’ুটনীতিক বলেছেন, জাতিসংঘ সদস্যদের অধিকাংশই বুধবার আবারো ইসরাইলী পরিকল্পনার বিরোধিতা করবে।