অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে শুক্রবার সংঘর্ষ চলাকালে মাথায় গুলি লেগে এক ফিলিস্তিনি শিশু মারাত্মকভাবে আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মাথায় গুলি লাগায় শিশুটির অবস্থা ‘আশংকাজনক’ হয়ে পড়ে। তাকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়েছে।
সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, শিশুটির নাম আবদেলরাহমান শতাবি। তার বয়স ১০ বছর। পশ্চিম তীরের নাবলুসের কাছে কাফর কাদ্দামে সংঘর্ষ চলাকালে সে আহত হয়।
বার্তা সংস্থা জানায়, শিশুটি ইসরাইলি বাহিনীর ছোঁড়া গুলিতে আহত হয়। গুলিটি তার মাথায় লাগে।
কাফর কাদ্দামের বাসিন্দারা সেখানে ইসরাইলের পাশঘেষে যাওয়া একটি সড়কে নিয়মিতভাবে দেশটির বিরুদ্ধে বিক্ষোভ করে থাকে।
এক প্রত্যক্ষদর্শী শুক্রবারের বিক্ষোভ চলাকালে অযথা সহিংস হয়ে উঠার জন্যে ইসরাইলি সেনাবাহিনীকে দায়ী করে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনীর এক নারী মুখপাত্র জানান, সেখানে ‘দাঙ্গায়’ প্রায় ৬০ জন অংশগ্রহণ করে।
তিনি আরো জানান, দাঙ্গাকারীরা রাস্তার ওপর টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে।