পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে এ বছর নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার রমনা বটমূলে বর্ষবরণ আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘বর্ষবরণ অনুষ্ঠানে নাশকতার কোনো আশঙ্কা নেই। এছাড়া গোয়েন্দা নজরদারি রয়েছে। নববর্ষ উদযাপনে কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না।’
তিনি বলেন, পহেলা বৈশাখ এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সারাদেশের মানুষ যেন সুন্দরভাবে নববর্ষ উদযাপন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন উসকানিমূলক বার্তা ও গুজব ছড়াতে না পারে সেজন্য সাইবার নিরাপত্তা দলের নজরদারি রয়েছে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজকের বাজার/এমএইচ