পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।সার্বজনীন এ উৎসবকে নিবিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার বিকেলে রাজধানীর রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় পুলিশের বিশেষ বাহিনী সোয়াত, ডগ স্কোয়ার্ড ও বোম ডিসপোজাল ইউনিট নিরাপত্তা মহড়া দেয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন আইজিপি, ডিএমপি কমিশনারসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা।
এদিকে, রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রস্তুতি চলছে। মঞ্চ সজ্জ্বা থেকে আসন বিন্যাসের কাজ চলছে দ্রুতগতিতে।
আজকের বাজার/আরজেড