পহেলা বৈশাখে বৃষ্টি হতে পারে

বাংলা বছরের প্রথমদিন পহেলা বৈশাখের দুপুরে বৃষ্টি নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তুলনামূলক বৃষ্টি পরিমাপের ম্যাপে দেখা যায়, বাংলা বছরের প্রথমদিন সারা দেশের তাপমাত্রা থাকবে স্বাভাবিক। তবে পহেলা বৈশাখের সকালে ঢাকার আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া এদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলে সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, চৈত্রের শেষ থেকে বৈশাখের শুরুর সময়টা এই রোদ, এই বৃষ্টির মতো ঘটনা ঘটে। তবে বৈশাখের প্রথম দিনে কালবৈশাখীর আশঙ্কা না থাকরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মাঝারি ধরনের বৃষ্টি থামলে তাপমাত্রা কিছুটা বাড়বে।

আজকের বাজার/এমএইচ