পাঁচবার ফাইনাল খেলে পাঁচবারই রানার্সআপ হলো গায়ানা

টুর্নামেন্টে প্রথম হার৷ তাও আবার ফাইনালে৷ ফেভারিট হওয়া সত্ত্বেও ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ফাইনালে জেসন হোল্ডারের বার্বাডোজ ট্রাইডেন্টসের কাছে হেরে বসল শোয়েব মালিকের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স৷ টুর্নামেন্টে চতুর্থবারের প্রচেষ্টায় শোয়েবদের হারিয়ে সিপিএল চ্যাম্পিয়ন হল বার্বাডোজ৷ এই নিয়ে দ্বিতীয়বার তারা ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের খেতাব ঘরে তুলল৷

লিগের দশটি ম্যাচেই জয় তুলে নিয়েছিল গায়ানা৷ অন্যদিকে বার্বাডোজ লিগের ১০টি ম্যাচের মধ্যে মাত্র ৫টি ম্যাচে জয় পেয়েছে৷ কোয়ালিফায়ার মিলিয়ে টুর্নামেন্টের ১১ ম্যাচে জিতে আসা শোয়েবরা স্বাভাবিকভাবেই ফাইনালে ফেভারিটের তকমা পাচ্ছিল৷ বিশেষ করে ফাইনালের আগে টুর্নামেন্টে তিন বার তারা হারিয়েছে বার্বাডোজকে৷

লিগের হোম ম্যাচে হোল্ডারদের বিরুদ্ধে গায়ানা জয় তুলে নেয় ৪৭ রানে৷ অ্যাওয়ে ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১২ রানে জয় তুলে নেয় তারা৷ প্রথম কোয়ালিফায়ারে বার্বাডোজকে ৩০ রানে হারিয়ে দেয় গায়ানা৷ শেষমেশ ফাইনালের মঞ্চে গায়ানাকে হারিয়ে মধুর প্রতিশোধ নেয় হোল্ডাররা৷

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বার্বাডোজ৷ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে তারা৷ জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৪ রানে আটকে যায় গায়ানা৷ ২৭ রানের বিনিময়ে ম্যাচ জিতে ট্রফি নিজেদের নামে করে বার্বাডোজ৷ এর আগে ২০১৩ সালে গায়ানা অ্যামাজনকে হারিয়েই প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তারা৷ অন্যদিকে গায়ানা এই নিয়ে মোট পাঁচবার ফাইনালে ওঠে৷ পাঁচবারই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের৷

বার্বাডোজের হয়ে ২৭ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫০ রান করে অপরাজিত থাকেন জোনাথম কার্টার৷ জনসন চার্লস করেন ২২ বলে ৩৯ রান৷ মারেন ৬টি চার ও ১টি ছক্কা৷ গায়ানার হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ব্রেন্ডন কিং৷ ম্যাচের সেরা হন কার্টার৷ সিরিজ সেরা বার্বাডোজেরই হেডেন ওয়ালস৷

আজকের বাজার/লুৎফর রহমান