জয়পুরহাটের পাঁচবিবিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে উপজেলার ধরঞ্জী ইউপির উঁচনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু মরিয়ম উঁচনা গ্রামের রুবেল হোসেনের মেয়ে ও মুনিরা রুবেলের ভাই মোকলেছার রহমানের মেয়ে।
পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান জানান, সোমবার বিকেলে শিশু দুটি বাড়িতে খাবার খেয়ে বৃষ্টির মধ্যে বের হয়ে যায়। তারপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর রাতে প্রতিবেশী ফিরোজের বাড়ির সামনের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতেই শিশু দুটির মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
আজকের বাজার/এমএইচ