পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

দেশের পাঁচ জেলা চুয়াডাঙ্গা, যশোর, চাঁদপুর, শেরপুর এবং ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার ৯ জন নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধির পাঠানো খবর অনুযায়ী-সদর উপজেলায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার দর্শনা ও নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুলফিকার আলী (৪২) ও ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মেহেদী হাসান পলাশ (৩৪)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে জীবননগরের উদ্দেশে যাওয়ার পথে দর্শনার ফিলিং স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জুলফিকার ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে, চুয়াডাঙ্গা যাওয়ার পথে নয়মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে পলাশের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পলাশ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়েছে।

এদিকে যশোরের ঝিকরগাছা উপজেলায় বাসচাপায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল সড়কের মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মল্লিকপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ইফাত আরা তৈয়েবা (৯) ও আলম হোসেনের ছেলে তরিকুল ইসলাম ( ৩২)।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে সাতক্ষীরাগামী একটি বাস মল্লিকপুরে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তরিকুল ও পথচারী ইফাত মারা যায়।

বাসের চালক ও সহকারী পালালেও বাসটিকে জব্দ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি জানিয়েছে, মঙ্গলবার বিকালে জেলার ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবু তাহের (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের ছেলে রায়হান মিয়াজী (৩২) ও তার স্ত্রী ইভা রহমান সুলতানা (২২) এবং জাকির হোসেন (৪৫) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ও আহতরা লক্ষীপুর উপজেলা সদরের চররুহিতা এলাকার বাসিন্দা।

ফরিদগঞ্জ থানার ওসি রাকিব জানান, আহত জাকির হোসেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও পিকআপভ্যান আটক করা হয়েছে।

এদিকে শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক ইজিবাইক চালকসহ তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাতেঘরিয়া গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে দুজন নিহত ও একজন আহত হন।

নিহতরা হলেন-ওই এলাকার মনু মিয়ার ছেলে মোটরসাইকেল চালক হেকমত মিয়া (১৮) ও সাবদুল মিয়ার ছেলে আজিজ মিয়া (১৭)। তারা দুজন চাচাত-জ্যাঠাত ভাই। আহত ফারুক মিয়ার ছেলে পলাশ মিয়াকে (১৭) শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, নালিতাবাড়ী উপজেলার ধারা সড়কের গোজাকুড়া এলাকায় বেলা ১১টার দিকে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে চালক আব্দুল কাদির (৬০) নিহত হন। নিহত কাদির নালিতাবাড়ীর উত্তর কাপাসিয়া গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মনিরুল আলম ভুইয়া বলেন, পাকুড়িয়া ইউনিয়নের বাদাতেঘরিয়া গ্রামের হেকমত মিয়া, আজিজ মিয়া ও পলাশ ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে পাশ্ববর্তী তারাকান্দি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে চালক হেকমত মিয়া নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি কাঠাল গাছে মোটরসাইকেলসহ সজোরে ধাক্কা লাগে। এতে হেকমত মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাবার পথে আজিজ মারা যায়। অপর আরোহী পলাশ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহাম্মেদ বাদল জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে আব্দুল কাদির তার ব্যাটারিচালিত রিকশায় দুজন যাত্রী নিয়ে নালিতাবাড়ী পৌর শহর থেকে গোজাকুড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কাদির মাথায় প্রচণ্ড আঘাত পান। যাত্রীরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস উল্টে জাহাঙ্গীর বারু (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার চড় কৃষ্ণপুর গ্রামে।

দুর্ঘটনায় আহত যাত্রীরা জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি সকালে কালামপুর পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খোলা জায়গায় উল্টে যায়। এসময় জাহাঙ্গীর চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্রা সাহাজানান, আহতদের উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনাটি মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা তদারকি করছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ঘটনার পর চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। ইউএনবির জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য

আজকের বাজার/এমএইচ