পাঁচ জেলেকে ফেরত দিয়েছে মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।শনিবার ৩ফেব্রুয়ারি সকাল নয়টার দিকে নাফ নদীতে মাছ শিকার করার সময় হোয়াকং উঞ্চিপ্রাং জিম্মংখালী এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিজিপি।সে সময় বিজিপির গুলিতে মো. ইসলাম (৩৫) নামের এক জেলে গুলিবিদ্ধ হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় বিজিপির সঙ্গে যোগাযোগ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেলা আড়াইটার দিকে তাঁদের ফেরত দেয় বিজিপি। মায়ানমার কর্তৃপক্ষ বলেছে, জলসীমা অতিক্রম করে মায়ানমারের ভেতরে ঢুকে পড়ায় তাঁদের আটক করা হয়।
আজকের বাজার:এসএস/৩ফেব্রুয়ারি ২০১৮