পাঁচ ভাগ পুলিশ সদস্যের অন্যায়, অপকর্ম ও দুর্নীতির জন্য গোটা পুলিশ বাহিনীর অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।
রাজধানীর উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে কেনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন আদালত। আগামী ১৫ দিনের মধ্যে পুলিশের আইজিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/এমএইচ