পাংশায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

রাজবাড়ীর পাংশা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার উপজেলা ভূমি অফিসের প্রিয় প্রাঙ্গণ চত্ত্বররে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাব-রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামান, পাংশা থানার এস আই সেকেন্দার হোসেন, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এস,এম রাসেল কবির প্রমুখ।

এবারের ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে পাংশা উপজেলা ভূমি অফিসের বিশেষ সেবা ওয়ান স্টপ ভূমি উন্নয়ন কর আদায়। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

এমআরএস/রাসেল