পাংশা প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের সংগঠন ‘পাংশা প্রেসক্লাব’।

সংগঠনের আহবায়ক এস এম রাসেল কবির ও যুগ্ন আহবায়ক মাসুদ রেজা শিশিরের নেতৃত্বে উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানায় সংগঠনের কর্মীরা।

পরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আহবায়ক এস এম রাসেল কবির’র সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মাসুদ রেজা শিশির’র সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক এম এ জিন্নাহ, সাংবাদিক কাজী সেলিম মামুদ, আব্দুর রশিদ, মাসুদ রানা বাদশা, শামীম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন, সৈকত শদতল, এস কে পাল সমীর, নেছার উদ্দিন সবুজ, ফারুখ হোসেন, শামীম আহম্মেদ প্রমুখ।

আরএম/