পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল সাড়ে ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে।