পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় প্রতিবেদনটির অনুমোদন হয়েছে।

জানা যায়, ৯ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৩ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২.২১ টাকা।

এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ইপিএস হয়েছে ০.৬১ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৫৬ টাকা।

এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৫ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৭৯ টাকা।