আগামি ২৯ মার্চ শুরু হচ্ছে ১০৫ তম পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন মহানামযজ্ঞ। পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন মহানামযজ্ঞ উদযাপন পরিষদ এর আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শেখ মোঃ নুরুল হক, এমপি।
অনুষ্ঠান সূচী
১৩ চৈত্র ১৪২৪ বাং (২৮ মার্চ ২০১৮ ইং) বুধবার সন্ধায় ১০৫ তম মহানামা যজ্ঞের শুভ অধিবাস ও ভাবগত আলোচনা। ভাগবত পাঠ করবেন-মহানামযজ্ঞের পুরোহিত।
১৪, ১৫, ও ১৬ চৈত্র ১৪২৫ বাং (২৯, ৩০, ৩১ মার্চ ২০১৮) ৩ দিন ব্যাপী আহরাত্র অখণ্ড নামসংকীত্তন।
১৭ চৈত্র ১৪২৪ বাং (১ এপ্রিল ২০১৮) সন্ধ্যা ৭ টা হইতে রাত ১০টা পর্যন্ত পদাবলী কীত্তন।