পাইলটকে ভুল বার্তা দেয়ায় বিমান বিধ্বস্ত

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুম থেকে পাইলটকে ভুল বার্তা দেয়ায় বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যায় ইউএস বাংলার অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।

নেপালি গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক সঞ্জিব গৌমের বরাত দিয়ে একই তথ্য জানিয়েছে।

সঞ্জিব গৌতম কাঠমান্ডু পোস্টকে বলেন,  বিধ্বস্ত ইউএস-বাংলার বিমানটি ভুল পথ দিয়ে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার চেষ্টা করছিল।

তিনি বলেছেন, বিমানটি যখন রানওয়েতে নামার চেষ্টা করছিল তখন তা নিয়ন্ত্রণের বাইরে ছিল। রানওয়ের দক্ষিণ দিক বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। কিন্তু বিমানটি নামছিল রানওয়ের উত্তর দিক থেকে।

তিনি আরো বলেন, এই অস্বাভাবিক অবতরণের কারণ কী তা আমরা এখনো জানি না। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে‍।

আজ সোমবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া উড়োজাহাজটি কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াইটার দিকে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

বিমানটি রানওয়েতে অবতরণের সময় বিমানটির এক পাশে কাত হয়ে আগুন ধরে যায়। এতে পাশের একটি ফুটবল মাঠে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

বিমানটিতে ৭১ জন আরোহীর মধ্যে ৬৭ জন যাত্রী রয়েছেন। এর মধ্যে দুই শিশুসহ ৩৩ জন বাংলাদেশি, একজন মালদ্বীপ, একজন চাইনিজ এবং নেপালি ৩২ যাত্রী ছিলেন।

আরএম/