কুমিল্লা আদর্শ সদর উপজেলার এক ব্যবসায়ী পাওনা টাকা আনতে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া থানার ইউএনসি নগর গ্রামে গিয়ে প্রাণ হারিয়েছেন। শনিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার মিয়া আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সেতু মিয়ার ছেলে। নিহতের স্ত্রী কোহিনুর আক্তার জানান, ইউএনসি নগর গ্রামের কামরুল পাওনা টাকা পরিশোধের কথা বলে আনোয়ারকে সীমান্তের ওপারে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেন।
সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ভারতের সোনামুড়া থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে বিএসএফ মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে। স্থানীয়রা জানান, আনোয়ার ব্যবসায়িক কারণে কামরুলের কাছে টাকা পাওনা ছিলেন। তাদের বাড়ি সীমান্তের শূন্য রেখার এপার-ওপার। কামরুল দীর্ঘ দিন ধরে পাওনা টাকা পরিশোধ না করে ঘোরাচ্ছিলেন। তবে শনিবার দুপুর আড়াইটার দিকে তিনি টাকা পরিশোধের আশ্বাস দিয়ে আনোয়ারকে ডেকে সীমান্তের ওপারে নিয়ে যান। সেখানে টাকা নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভারতীয় নাগরিক কামরুল ও তার বন্ধু ফারুক পিটিয়ে আনোয়ারকে হত্যা করেন। পরে তারা সীমান্তে ভারতীয় অংশে লাশ ফেলে পালিয়ে যান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান