১০০ টাকা মূল্যমানের পাওরুটি ও বনরুটিতে মূসক অব্যাহতির প্রস্থাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পাশাপাশি ১৫০ টাকা পর্যন্ত হাতে তৈরি কেকের উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি সুবিধা প্রদানের প্রস্থাব করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুন) সংসদে উত্থাপিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, দরিদ্র ও শ্রমজীবী মানুষেরা প্রতি কেজি ১০০ (একশত) টাকা মূল্যমান পর্যন্ত পাউরুটি ও বনরুটি, হাতে তৈরী বিস্কুট ও হাতে তৈরী কেক (পার্টিকেক ব্যতীত) খেয়ে থাকেন। তাই প্রতি কেজি ১০০ (একশত) টাকা মূল্যমান পর্যন্ত পাউরুটি, বনরুটি, হাতে তৈরী বিস্কুট এবং ১৫০ (একশত পঞ্চাশ) টাকা পর্যন্ত হাতে তৈরী কেক (পার্টিকেক ব্যতীত) এর উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি সুবিধা প্রদান করার প্রস্তাব করছি।
আরজেড/