পাওয়ারপ্যাক-মুতিয়ারা কেরাণীগঞ্জ পাওয়ার প্লান্ট লিমিটেডের এর কাছ থেকে আরও ৫ বছর বিদ্যুৎ কিনবে সরকার। সোমবার ওয়াপদা ভবনের বিউবো’র প্রধান কার্যালয়ে এ সম্পর্কিত বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) নবায়ন করা হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড -বিউবো’র পক্ষে সচিব মিনা মাসুদুজ্জামান এবং পাওয়ারপ্যাক-মুতিয়ারার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রণ হক শিকদার নবায়নকৃত চুক্তিতে সই করেন। বিউবো এবং পাওয়ারপ্যাক-মুতিয়ারার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
নবায়নকৃত চুক্তির আওতায় পাওয়ারপ্যাক-মুতিয়ারা পাওয়ার প্লান্ট আগামী ২০২২ সালের ২৬ মার্চ পর্যন্ত জাতীয় গ্রীডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।
উল্লেখ, ২০০৯ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের তীব্র বিদ্যুৎ সংকট নিরসনে বেসরকারি খাতে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের নানা উদ্যোগ নেন। এরই আলোকে স্থাপিত ঢাকার কেরাণীগঞ্জে পাওয়ারপ্যাক-মুতিয়ারা কেরাণীগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র বিগত ৬ বছর যাবৎ জাতীয় গ্রীডে নিরবিচ্ছিন্নভাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে।
আজকের বাজার:এলকে/ ৮ জানুয়ারি ২০১৮