পাকিস্তানকে সতর্ক করেছে বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে এসে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকী।

৩১ অক্টোবর মঙ্গলবার বিকাল তিনটার দিকে তিনি মন্ত্রণালয়ে হাজির হন। রফিউজ্জামান ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন এবং ওই ভিডিওটি সরিয়ে ফেলার ব্যবস্থা করেছেন বলে জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান জানান, রফিউজ্জামানের কাছে ইতিহাস বিকৃতি করে দেয়া পোস্টের ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করেছেন। বাংলাদেশের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে।

সম্প্রতি পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ফেসবুক পেইজ থেকে ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে বলা হয় ‘শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক।’

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেইজ থেকে ওই ভিডিওটি শেয়ার করা হয়। পরে এ নিয়ে সমালোচনা শুরু হলে হাই কমিশনের ফেসবুক পেইজ থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়।

আজকের বাজার : এমএম / ৩১ অক্টোবর ২০১৭