অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ২০৩ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। ভারতের দেয়া ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
রাহিল নাজির দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন। এছাড়া সাদ খান দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর রাত সাড়ে ৩টায় নিউজিল্যান্ডের ক্রাইশ্চার্চের হেগলি ওভালের মাঠে ম্যাচটি শুরু হয়।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৭২ রান করে ভারত। এদিন অপরাজিত ১০২ রান করেন শুভমান গিল।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মোহাম্মদ মুসা। আর দ্বিতীয় সর্বোচ্চ ৩ উইকেট নেন আরশাদ ইকবাল।এছাড়ও শাহিন আফ্রিদি নেন ১টি উইকেট।
এদিন ভারতের পক্ষে ইশান পোরেল সর্বোচ্চ ৪টি উইকেট নেন। ৬ ওভার বল করে মাত্র ১৭ রান দেন তিনি। এই ৬ ওভারের মধ্যে ২টি মেইডিন ওভারও রয়েছে তার। শিবা সিং ও পরাগ নিয়েছেন ২টি উইকেট। এছাড়াও অনুকুল রয় ও অভিষেক শার্মা ১টি করে উইকেট নিয়েছেন।