পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাওয়ায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এশিয়া কাপের ফাইনালে পৌঁছানোর পর স্থানীয় সময় বুধবার নিউইয়র্ক থেকে তিনি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথে কথা বলেন এবং পুরো দলকে অভিনন্দন জানান। খবর ইউএনবি’র।

জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থানকারী প্রধানমন্ত্রী সামনের ম্যাচেও এরকম জয় ও খেলোয়াড়দের ভাল পারফরমেন্স আশা করেন।

নিউইয়র্কে সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আন্তরিকভাবে আমার ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। জয়ের যে ধারা তারা সূচনা করেছে দোয়া করি সেটা যেন অব্যাহত থাকবে।’

বিজয়সূচক ‘ভি চিহ্ন’ দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশাল্লাহ আমরা আরো জিতব। এই বিজয় আমাদের।’

বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অলিখিত সেমিফাইনালে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নৈপুন্যে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ। শুক্রবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।

আজকের বাজার/এমএইচ