আইসিসি ক্রিকেট বিশ্বকাপে শনিবার হেডিংলিতে পাকিস্তানকে ২২৮ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে আফগানরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে করেন আসগান আফগান ও নাজিবুল্লাহ জাদরান। এছাড়া ওপেনার রহমত শাহর ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস।
পাকিস্তানের পক্ষে ৪ উইকেট নিয়ে সফল বোলার শাহিন আফ্রিদি। এছাড়া ওয়াহাব রিয়াজ ও ইমাদ ওয়াসীম ২টি করে এবং শাদাব খান ১টি উইকেট লাভ করেন।
টুর্নামেন্টে এখন পর্যন্ত শুন্য হস্তে রয়েছে আফগানরা। অপরদিকে শুরুতে কোনঠাসা হয়ে পড়লেও দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা চাঙ্গা করেছে ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা।
পাকিস্তানের হয়ে বিশ্বকাপের প্রতিটি ম্যাচে ধারাবাহিকভাবে ভালো বল করেছেন মোহাম্মদ আমির। সেই সাথে ওয়াহাব রিয়াজ ও শাহিন আফ্রিদির গতি তো রয়েছেই। পাশাপাশি এজবাস্টনে বাবর আজমের অসাধারণ সেঞ্চুরির পর তাদের ব্যাটেও আত্মবিশ্বাস ফিরেছে।
আফগান দলে রশিদ খান ও মোহাম্মাদ নবীদের মতো ভালো খেলোয়াড় থাকলেও এখনো জয়ের দেখা পায়নি তার। তবে ভারতের বিপক্ষে বোলিং পারফরমেন্স বেশ আশা জাগানিয়া।
আর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়েছিল আফগানিস্তান। তাই স্বাভাবিকভাবেই আজ বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নেমেছে আফগানরা
আজকের বাজার/এমএইচ