পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় জওয়ানের মৃত্যু

জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিতে প্রাণ গেছে এক ভারতীয় জওয়ানের। ফলে চলতি মাসে কাশ্মির সীমান্তে মৃত্যু হলো চার ভারতীয় সেনার। এ নিয়ে এ বছর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সীমান্তে দু’হাজারের বেশি অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ নয়া দিল্লির।

এর আগে রোববার, ভারত নিয়ন্ত্রিত উপত্যকার প্রধান শহর শ্রীনগরে, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ৩ অস্ত্রধারী। তীব্র গোলাগুলি চলে রাজৌরি, পুঞ্চ আর কাঠুয়া জেলার বিভিন্ন সেক্টরে।

চলতি বছর উপত্যকায় ভারতীয় সেনা অভিযানে শতাধিক প্রাণহানি হয়েছে। করোনা লকডাউনের সুযোগে কাশ্মির সীমান্তে পাকিস্তানি অস্ত্রধারী অনুপ্রবেশকারীদের তৎপরতা বাড়ছে, দাবি নয়া দিল্লির। উপত্যকার পরিস্থিতি পর্যালোচনায়, আজ জরুরি বৈঠক ডেকেছে মুসলিম দেশগুলোর জোট- ওআইসি। যাতে অংশ নেবে পাকিস্তান-সৌদি আরব-তুরস্কসহ বিভিন্ন দেশ।