পাকিস্তান ক্রিকেট দলের সব খেলোয়াড়দের ফিটনেস লেভেল নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
ভারতীয় একটি টিভি চ্যানেলের সাথে একান্ত সাক্ষাতকারে আকরাম পাকিস্তানী খেলোয়াড়দের নিয়মিত ফিটনেস পর্যালোচনার উপর জোড় দিয়েছেন। একইসাথে তিনি শঙ্কা জানিয়ে বলেছেন বর্তমান দলটিতে ফিটনেস পরীক্ষার অভাব রয়েছে বলে তিনি মনে করছেন।
এ সম্পর্কে তিনি বলেন, ‘এই খেলোয়াড়দের ফিটনেস নিয়ে আমার শঙ্কা রয়েছে। বর্তমানে কোন ধরনের ফিটনেস পরীক্ষা করা হয়না। মিসবাহ যখন কোচ ও নির্বাচক ছিলেন তখন তিনি নিয়মিত ইয়ো-ইয়ো টেস্টসহ অন্যান্য সব ধরনের টেস্ট পরিচালনা করতেন। একজন পেশাদার ক্রিকেটারকে অবশ্যই মাসে অন্তত একবার ফিটনেস পরীক্ষা দিতে হবে। এটাই নিয়ম। এটা নাহলে ভারতের কাছে পরাজয়ের মতো দিন আমাদের বারবার দেখতে হবে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে অস্থির পরিস্থিতির বিষয়টিও সামনে নিয়ে এসেছেন আকরাম।
গত তিন বছরে বারবার চেয়ারম্যান পরিবর্তন কোন অর্থ নেই। আর এ কারনেই খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে পরবর্তী সিরিজে দলে টিকে থাকা নিয়ে শঙ্কা তৈরী হয় বলে দাবী আকরামের । এ সম্পর্কে তিনি বলেন, ‘গত তিন বছরে তিনজন পিসিবি চেয়ারম্যান হয়েছেন। এর ফলে জাতীয় দলের সাথে সম্পৃক্ত সকলের মধ্যে একটি ভীতি কাজ করে।’
আগামী শুক্রবার পরবর্তী ম্যাচে ব্যাঙ্গালুরু এম. চিন্নস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। (বাসস)