পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুলোক।
সোমবার (২৮ মে) প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠকের পর পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা খুরশিদ শাহ এ নাম ঘোষণা করেন।
আগামী জুলাই মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নাসিরুল মুলোক।
বর্তমান পার্লামেন্ট ভেঙে দেয়ার পর নতুন সরকার শপথ নেয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। আগামী পহেলা জুন নাসিরুল দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়।
আরজেড/