পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি নাসিরুল মুলক। খবর ডন নিউজ’র।
নাসিরুল মুলক শপথের পর দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
শুক্রবার (১ জুন) ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাসিরুল মুলককে শপথ পড়ান দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসাইন।
ডন নিউজ’র খবরে বলা হয়, ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে এই শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি, সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়াসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ শেষে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দিয়ে প্রধানমন্ত্রী ভবনে নিয়ে যাওয়া হয়।
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নাসিরুল মুলক শপথ নেওয়ার পর বলেন, শিগগিরই তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে। তার পছন্দ ছোট আকারের মন্ত্রিসভা।
উল্লেখ্য, জুলাই মাসের ২৫ তারিখে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজকের বাজার/একেএ