অনেক দর কষাকষির পর পাকিস্তানের মাটিতে সিমিত ওভারের সিরিজ খেলতে রাজি হয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে লংকান দলের শীর্ষ দশ ক্রিকেটার পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নেন। এরপরই পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ হোসেন চৌধুরি অভিযোগ করে বলেন, লংকান খেলোয়াড়দের এমন সিদ্ধান্তের পিছনে কলকাঠি নেড়েছে ভারত। স্পস্ট করে ভারতের হুমকির কারণেই লংকান খেলোয়াড়দের এমন সিদ্ধান্ত।
তবে পাকিস্তানের পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করেছেন শ্রীলংকার ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো।
আসন্ন সফরে নিজ দলের শীর্ষ খেলোয়াড়দের পাকিস্তান সফর থেকে বিরত থাকতে ভারত বাধ্য করেছে- বলে পাকিস্তান মন্ত্রীর অভিযোগকে অস্বীকার করে ফার্নান্দো বলেন ‘মূলত’ ২০০৯ সালের দুর্ঘটনার কারণেই আমাদের কতিপয় খেলোয়াড় পাকিস্তান যেতে অস্বীকার করেছেন। ২০০৯ সালে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলায় আট ব্যক্তি নিহত ও লংকান দলের খেলোয়াড়সহ বেশ কয়েকজন আহত হয়েছিল।
গতকাল মঙ্গলবার ফার্নান্দো এক টুইট বার্তায় লিখেছেন, ‘পাকিস্তানের মাটিতে শ্রীলংকান খেলোয়াড়দের না খেলতে ভারত উদ্দুদ্ধ করেছে বলে যে খবরটি বেড়িয়েছে তা সত্য নয়। মূলত ২০০৯ সালের ঘটনার কারণেই কিছু খেলোয়াড় পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এমন খেলোয়াড়দের নিয়েছি যাদের পাকিস্তান যেতে রাজি আছে। আমাদের দলটি পূর্ণ শক্তির এবং পাকিস্তানের মাটিতেই আমরা তাদের হারানোর আশা করছি।’
আজকের বাজার/লুৎফর রহমান