কিছুদিন পরেই ইংল্যান্ডে যাবার কথা পাকিস্তান ক্রিকেট দলের। ২৪ সদস্যের এই দল যুক্তরাজ্য সফরে যাবার আগে ঘরের মাঠে অনুশীলনের জন্য যোগ দেয়ার কথা চলতি সপ্তাহে।
তবে তার আগে খেলোয়ারদের দুই দফা করোনা পরীক্ষা করার নির্দেশ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথমে নিজ নিজ শহরে, এরপর লাহোরে অনুশীলন ক্যাম্পে।
প্রথম দফায় গতকাল করোনা টেস্টে তিন ক্রিকেটারের পজেটিভ আসে। তারা হচ্ছেন শাদাব খান, হায়দার আলী ও হারিস রৌফ।
আজ বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭ ক্রিকেটার। তারা হলেন, ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, ওহাব রিয়াজ ও ইমরান খান।