পাকিস্তানের ইতিহাসে প্রথম, এয়ারফোর্সের পাইলট পদে নিযুক্ত হিন্দু যুবক

পাকিস্তানের ইতিহাসে প্রথমবার, দেশের এয়ারফোর্সের পাইলট পদে নিযুক্ত করা হয়েছে একজন হিন্দু যুবককে। রাহুল দেব নামের ওই ব্যাক্তিকে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত করা হয়েছে পাকিস্তান এয়ারফোর্সে।

সংবাদসংস্থা এএনআই পাকিস্তানের সংবাদসংস্থার সুত্রের ভিত্তিতে জানিয়েছে, রাহুল দেব সিন্ধ প্রদেশের সবচেয়ে বড় জেলা থারপরকরের বাসিন্দা। সিন্ধ প্রদেশে অনেক হিন্দুদের বসবাস বলেই জানা গিয়েছে।

অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত সেক্রেটারি রবি দাওয়ানি এই ঘটনায় আনন্দপ্রকাশ করেছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে কাজ করছেন।

রবি দাওয়ানি মনে করেন, দেশ যদি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে নজর দেয় তাহলে এরকম অনেক রাহুল দেব দেশের জন্য কাজ করতে প্রস্তুত।

দেশে ডাক্তারদের মধ্যেও অনেকে হিন্দু কমিউনিটির অংশ। সরকার যদি সংখ্যালঘুদের প্রতি মনোযোগ দেয়, আগামী দিনগুলিতে আরও অনেকে এগিয়ে আসবেন।