মার্কিন কংগ্রেসের রিপোর্ট পাকিস্তানের ইন্ধনে সন্ত্রাসবাদ বাড়ছে একাধিক দেশে। রিপোর্টে দাবি করা হয়েছে, কয়েক দশক ধরেই পাকিস্তান নাকি আফগানিস্তানের বিরুদ্ধে সক্রিয় নেতিবাচক ভূমিকা নিয়েছে। তার কারণ ইসলামাবাদ কাবুলে দুর্বল সরকার চায়।
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে গিয়ে আমেরিকার কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) পাকিস্তানকেই দায়ী করেছে। বিবৃতিতে বলা হয়েছে ‘পাকিস্তানের সুরক্ষা ব্যবস্থা সবসময় আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী যেমন হাক্কানি নেটওয়ার্ক, এফটিওর সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে। এমনকী আফগান নেতারাও সেদেশে সন্ত্রাসবাদী সংগঠন বা বিদ্রোহীদের বাড়বাড়ন্তের পিছনে পাকিস্তানের মদতকেই দায়ী করেছেন।’
মার্কিন কংগ্রেসের রিপোর্টে আরও বলা হয়েছে ‘মুখে যতই বলুক। ভিতরে ভিতরে সন্ত্রাসবাদকে ক্রমাগত মদত দিয়েই চলেছে পাকিস্তান।’
মার্কিন কর্মকর্তারাও দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছেন যে আফগানিস্তানের সুরক্ষাকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন সন্ত্রাসবাদীরা পাকিস্তানকেই তাঁদের গোপন নিরাপদ আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছে। যদিও পাকিস্তানের তরফ থেকে বারবার এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান