পাকিস্তানের কে টু পর্বত চূড়ায় আরোহনের প্রস্তুতিকালে এক নতুন রুটে শীর্ষ চূড়ায় ওঠার চেষ্টা নিতে গিয়ে তুষারপাতের কবলে পড়ে স্কটিশ পর্বতারোহী রিক অ্যালেন মারা গেছেন। তার অভিযাত্রী দল জানায়, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শিখরে এটি ছিল সর্বশেষ কারো মৃত্যু। রোববার সন্ধ্যায় তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। খবর এএফপি’র।
দাতব্য সংস্থা রিলিফ এন্ড ডেভেলাপমেন্ট ৬৮ বছর বয়সী রিকের মৃত্যুর ঘোষণা দেয়। আজ সোমবার সকালে, অভিযাত্রী দল কারাকোরম এক্সপিডিশনস-এর সামাজিক মাধ্যম ফেসবুকে জানায় যে, ‘তাঁর পরিবার ও বন্ধুদের সাথে পরামর্শের পর, কিংবদন্তিকে সূবিশাল কে ২- এর পাদদেশে সমাহিত করা হবে।’
দক্ষিণ কোরিয়ার পর্বতারোহী কিম হং-বিন মৃত্যুর এক সপ্তাহ পরে অ্যালেনের মৃত্যু হলো।