মুম্বই হামলার জন্য পাকিস্তানকে দায়ী বলায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নোটিস পাঠিয়েছে দেশটির উচ্চ আদালত। খবর পিটিআই’র।
পিটিআই’র খবরে বলা হয়, ২০০৮ সালে মুম্বইয়ে হামলার জন্য পাকিস্তান দায়ী বলে সম্প্রতি মন্তব্য করেছেন নওয়াজ শরিফ। প্রাক্তন পাক-প্রধানমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে দেশজুড়ে প্রবল সমালোচনা শুরু হয়।
এমতাবস্থায়, নওয়াজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে লাহোর হাইকোর্টে পিটিশন দাখিল করেন আইনজীবী আজহার সিদ্দিকি।
এ বিষয়ে মঙ্গলবার নওয়াজের বক্তব্য জানতে চেয়ে তাকে নোটিস পাঠাল হাইকোর্ট।
আগামী ২৯ জুনের মধ্যে তাকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
আজকের বাজার/একেএ