পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি গির্জায় সন্ত্রাসী হামলায় আটজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
জিও নিউজ জানায়, রোববার দুপুরে জারগুন রোডে অবস্থিত বেথেল মেমোরিয়াল চার্চটিতে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী ছিলেন দুজন। তাদের একজন গির্জার ভেতরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় এবং অপরজন নিরাপত্তা বাহিনীর গুলিতে গির্জার প্রবেশদ্বারে মারা যায়।
বেলুচিস্তানের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোয়াজ্জম আনসারি জানান, হামলার সময় চার্চে ৪০০ জনের উপস্থিতি ছিল। হামলার পর চার্চ থেকে লোকজনদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। এখনো উদ্ধার অভিযান চলছে।
খবরে বলা হয়, একটি বিস্ফোরণের পর চার্চটিতে বন্দুকের গুলির শব্দ শোনা গিয়েছে। হামলার পর পরই সেখানে নিরাপত্তা বাহিনী পৌঁছায়। সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে। কোয়েটার সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ বুগতি জিও নিউজকে জানান,দুজন আত্মঘাতী হামলাকারী চার্চে বিস্ফোরণ ঘটায়। তাদের একজন বোমা বিস্ফোরণে নিহত হয়েছে এবং অপরজন নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গিয়েছে।
হামলায় আহত সবাইকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, প্রথম দিকে চারজনের মৃতদেহ ও ২০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়।
এর আগেও গির্জাটিতে হামলার ঘটনা ঘটেছিল। কয়েক বছর আগে ঐ হামলার ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়। গির্জাটি কোয়েটা শহরের উচ্চ নিরাপত্তা এলাকায় অবস্থিত। এত কঠোর নিরাপত্তার মধ্যেও এই হামলার ঘটনা ঘটল।
আজকের বাজার:এলকে/ ১৭ ডিসেম্বর