তথ্য দিয়ে পাকিস্তানের গোয়েন্দাকে সহায়তা করার দায়ে ভারতীয় কূটনীতিক মাধুরী গুপ্তকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দিল্লির একটি আদালত।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে কর্মরত থাকার সময় মাধুরী তথ্য পাচার ও ভুলভাবে তথ্য সরবরাহ করেছে- এমন অভিযোগে দিল্লির ওই আদালত তাকে দোষী সাব্যস্ত করে।
২০১০ সালে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সকে (আইএসআই) তথ্য দেয়ার দায়ে ৬১ বছর বয়সী গুপ্তকে গ্রেপ্তার করা হয়। নিম্ন পদের এই কূটনীতিকের বিরুদ্ধে ভারতীয় কর্মকর্তাদের গোপনীয় আইন ভঙ্গের অভিযোগ আনা হয়। জামিনে মুক্তি পাওয়ার আগে তিনি দুই বছর কারাগারে কাটিয়েছেন।
মাধারীর আইনজীবী জগিন্দর দাহিয়া জানান, তারা নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। তিনি বলেন, ‘তিনি এর আগে প্রায় ২১ মাস জেলে ছিলেন। সেই সময়ের হিসেব করে তাকে মুক্তি দেয়া উচিত ছিল।’
ভারতীয় বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, মাধুরীকে বেশি কারাদণ্ড না দেয়ার কারণ তিনি ২০০৯ ও ২০১০ সালে যে তথ্য পাচার করেছিলেন তা ভারতের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিল না।
একজন সহকারী সচিব হিসেবে মাধুরী ইসলামাবাদে ভারতের সবচেয়ে নিচু পদবীর কর্মকর্তাদের একজন ছিলেন। শুরু থেকেই অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন এই নারী কর্মকর্তা।
আরজেড/