পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) নাসির খান জানজুয়া পদত্যাগ করেছেন। খবর আরব নিউজ’র।
মঙ্গলবার (২৬ জুন) তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ও সাবেক বিচারপতি নাসির-উল-মুলক আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
আরব নিউজ’র খবরে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর ‘তিন তারকা’ প্রাপ্ত জেনারেল জানজুয়া ২০১৫ সালের অক্টোবর থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। এর কিছুদিন আগেই তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।
অবসর গ্রহণের আগে তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে ‘সাউদার্ন কমান্ড কোয়েতার’ দায়িত্বে ছিলেন।
নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রায় তিন বছর কাজ করেছেন জানজুয়া। এর মধ্যে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকসের(কারস) সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পেছনে তার সক্রিয় ভূমিকা ছিল।
আজকের বাজার/একেএ