টানা নয় ম্যাচ পর পরাজয়ের স্বাদ নিল পাকিস্তান। কেন উইলিয়ামসনের সেঞ্চুরি ও পরে টিম সাউদির দুর্দান্ত বোলিংয়ে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করেছে নিউজিল্যান্ড। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
১১৭ বলে সর্বোচ্চ ১১৫ রান করে উইলিয়ামসন হয়েছেন ম্যাচ সেরা। আর তার ব্যাটে ভর করেই বেসিন রিসার্ভে বৃষ্টি বিঘ্নিত দিনে নিউজিল্যান্ড ৭ উইকেটে ৩১৫ রানের বড় ইনিংস সংগ্রহ করে। ৩১তম ওভারে ৬ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে ধুকতে থাকা পাকিস্তানের জন্য বৃষ্টি কিছুটা স্বস্তি ফিরিয়ে আনে। এই সময়ে ম্যাচ বন্ধ হবার পরে অবশ্য আর শুরু করা সম্ভব হয়নি।
হেনরি নিকোলসকে নিয়ে পঞ্চম উইকেটে উইলিয়ামসন ৮০ বলে ৯০ রানে পার্টনারশীপ গড়ে তুলেন। ৪৮ ওভারে রুম্মান রাইসে বলে হাসান আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে শেষ পর্যন্ত থামেন উইলিয়ামসন। কোলিন মুনরো (৫৮) ও নিকোলস (৫০) উভয় হাসানের বলে কট বিহাইন্ড হয়েছে। রস টেইলরের (১২) উইকেট তুলে নিয়ে হাসান ৬১ রানে ৩ উইকেট সংগ্রহ করে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার ছিলেন।
প্রথম উইকেটে মার্টিন গাপটিলকে সাথে নিয়ে মুনরো ৮৩ রানের ইনিংস খেলেন। ৪৮ রানে তিনি ফখরের প্রথম ওয়ানডে উইকেটের শিকার হন।
আগামী মঙ্গলবার নেলসনে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আজকের বাজার:এসএস/৬জানুয়ারি ২০১৮