দুর্বল শ্রীলংকার বিপক্ষে বিব্রতকর হার দিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপ শুরু করলেও পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে প্রথম হারের গ্লানি কিছুটা লাঘব করেছিলো।
কিন্তু তার পরের ম্যাচে (তৃতীয়) ভারতকে হারিয়ে পুরোপুরি হতাশামুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই নারী স্বাগতিকরা।
সোমবার পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর, বুধবারও একই ব্যবধানে প্রতিবেশী দেশ ভারতকে হারাল সালমা খাতুনের নেতৃত্বাধীন দল। ফাইনাল খেলার যে স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিল নারী দল তা এখন দূরের বাতিঘর নয়। ৩ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে তারা।
মঙ্গলবার (০৬ জুন) কুয়ালালামপুরের কিনরারা ওভাল মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। রোমানা আহমেদ-সালমা খাতুনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত বিশ ওভারে ৭ উইকেটের বিনিময় ১৪১ রানে আটকে দেয় ভারতকে।
ব্যাটে-বলে দুর্দান্ত খেলেছেন রুমানা আহমেদ। বল হাতে ২১ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৩৪ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেছেন। ফারজানা হক অপরাজিত ছিলেন ৫২ রানে।
চতুর্থ উইকেটে ফারজানা ও রুমানার অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটিতে ভারতের দেওয়া ১৪২ রানের লক্ষ্য অনায়াসে পেরিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচ যদিও শেষ হয়েছে শেষ ওভারে ২ বল বাকি থাকতে। কিন্তু একবারেও মনে হয়নি, ম্যাচে বাংলাদেশ হারতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত ছড়ি ঘুরিয়েই জিতল মেয়েরা। আর এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে থাকল সুবিধাজনক স্থানে।
আজকের বাজার/ এমএইচ