পাকিস্তানের পেস আক্রমণে লংকানদের ৮৩ রানের পরাজয়

মেহরাজ মোর্শেদ : স্পিন সহায়ক দুবাইয়ের উইকেট পাকিস্তানি পেসারদের জ্বলে ওঠার দিনে পুড়ে ছারখার হলো শ্রীলংকার ব্যাটিং লাইনআপ।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লংকানদের ৮৩ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।

এদিকে টানা ৮টি ওয়ানডে ম্যাচে পরাজয়ের ফলে যৌথভাবে টানা ম্যাচ হারের অস্বস্তিকর রেকর্ডে নাম লিখিয়েছে শ্রীলংকা।

এর আগে ১৯৯৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টানা ৮টি ওয়ানডে ম্যাচে জয় বঞ্চিত থাকতে হয়েছিলো লংকান বাহিনীকে।

শুক্রবার দুবাইয়ে দিনরাত্রির ম্যাচে প্রথমে ব্য্যাট করতে নেমে বাবার আজমের সেঞ্চুরি ও শোয়েব মালিকের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ২৯২ রান তুলে পাকিস্তান।

১৩১ বলে ১০৩ রান করেন বাবর। শোয়েব মালিক করেন ৬১ বলে ৮১ রান। শ্রীলঙ্কার পক্ষে পেসার লাকমল ৪৭ রান দিয়ে ২ উইকেট নেন।

জবাবে দুই তরুণ পেসার হাসান আলী ও রুম্মান রাইসের অসাধারণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে থামতে হয় ২০৯ রানে। থিরিমান্নে ৫৩ ও ধনঞ্জয়া ৫০ রান করেন। পাকিস্তানের হাসান আলী ৩৬ রানে তিন উইকেট নেন। ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন রুম্মান।

আজকের বাজার : এমএম / ১৪ অক্টোবর ২০১৭