আগামীকাল অ্যাডিলেড ওভালে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। ম্যাচটা হবে দিবারাত্রির। গোলাপি বলের এই টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে অজিরা।
শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে দুদলের গোলাপি বলের টেস্ট। এই টেস্টে নামার আগে স্বাগতিকদের ১৪ জনের দল কমে হয়ে গেছে ১২ জনে। শেফিল্ড শিল্ড ম্যাচ খেলতে ছেড়ে দেওয়া হয়েছে জেমস প্যাটিনসন ও ক্যামেরন ব্যানক্রফটকে।
পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্ট ইনিংস ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তানের একাদশেও আসতে পারে পরিবর্তন। হ্যারিস সোহেলের জায়গায় ফিরতে পারেন ইমাম-উল-হক। সেক্ষেত্রে ইমামকে ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিয়ে তিনে নেমে যেতে হবে অধিনায়ক আজহারকে। এছাড়া পেসার ইমরান খানের জায়গায় ফিরছেন মোহাম্মদ আব্বাস।
অস্ট্রেলিয়া একাদশ: জো বার্নস, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশ্যাগনে, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, ট্রাভিস হেড, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
আজকের বাজার/আরিফ