পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ড এন্ড ওয়েলসে চলা আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের দ্বিতীয় দিনের একমাত্র ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

নটিংহামে এ ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপ মিশন শুরু করছে সাবেক চ্যাম্পিয়ন দুই দল।

পাকিস্তান: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, সাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, ওয়াহাব রিয়াজ।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরোন হেটমায়ার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, এ্যাশলে নার্স, শেলডন কট্রেল, ওশানে থমাস।

আজকের বাজার/এমএইচ