বিশ্বকাপের ৩৩তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু মাঠ ভেজা থাকার কারণে এক ঘণ্টা পিছিয়ে বিকেল সাড়ে চারটায় শুরু হচ্ছে ম্যাচ।
ইতিমধ্যে টস হয়েছে। টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
দেরিতে খেলা শুরু হলেও কোনো ওভার কাটা হবে না। ৫০ ওভারেই হবে ম্যাচ।
নিউজিল্যান্ড ছয় ম্যাচে মাঠে নেমে এখনো একটিতেও হার মানেনি। জয় পাঁচটিতে। একটিতে করেছে পয়েন্ট ভাগাভাগি। পয়েন্ট টেবিলে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। আজ জিতলে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের।
অন্যদিকে পাকিস্তান রয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। ৬ ম্যাচে মাঠে নেমে তারা জিতেছে ২টিতে। হেরেছে ৩টিতে। পয়েন্ট ভাগাভাগি করেছে ১টিতে। আজ জিতলে সেমিফাইনালে যাওয়ার আশা বেঁচে থাকবে তাদের জন্যও।
আজকের বাজার/এমএইচ