পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এতে দশ মাস পর দলে ডাক পেলেন ডানহাতি ওপেনার জো বার্নস। আর অ্যাশেজের মাঝপথে ছিটকে গেলেও সুযোগ পেলেন ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ও বাঁহাতি ব্যাটসম্যান ট্রাভিস হেড।
তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সুযোগ পাননি অভিজ্ঞ তারকা উসমান খাওয়াজা, পিটার সিডল ও মারকাস হ্যারিস। স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় আছেন কেবল পেসার মাইকেল নেসার। ১৪ জনের স্কোয়াডে পাঁচজন পেসারকে রেখেছে অজি টিম ম্যানেজমেন্ট। একমাত্র স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন। ২১ নভেম্বর ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে অজিরা। ২৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। গোলাপি বলে দিবারাত্রিতে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্কোয়াড : টিম পেইন (অধিনায়ক ও উইকেট রক্ষক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জো বার্নস, ক্যামেরন ব্যানক্রফট, মারনাস লাবুশেইনি, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড,ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, জেমস প্যাটিনসন, জশ হ্যাজেলউড, মাইকেল নেসার ও নাথান লায়ন।
আজকের বাজার/আরিফ