আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের পাকিস্তান দলে পরিবর্তন আসতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি জানান, বিশ্বকাপ দলে পরিবর্তনের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে তথ্য পেয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমি পিসিবি থেকে কিছু তথ্য পেয়েছি। বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে যাচ্ছে পিসিবি।’
পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষনার পর থেকে সমালোচনা করছেন সে দেশের সাবেক ক্রিকেটাররা। দল নিয়ে সন্তুষ্ট নন আফ্রিদি। দল নির্বাচন নিয়ে অবাকও হয়েছেন তিনি। অধিনায়ক বাবর আজমও দল নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। আফ্রিদি বলেন, ‘দল নির্বাচনের সিদ্ধান্তে অবাক হয়েছি। স্কোয়াডে দুই-তিনজন খেলোয়াড় আছে, তারা কিভাবে জায়গা পেয়েছে আমি বুঝতে পারছি না। আমার মতে দুই-তিনজন খেলোয়াড় এই স্কোয়াডে থাকার যোগ্য ছিল, কিন্তু তারা নেই।’
বিশ্বকাপের দল ঘোষনা করার সময়সীমা ছিল ১০ সেপ্টেম্বর। সেই সময়সীমা শেষ হয়েছে। তবে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, আগামী ১০ অক্টোবরের মধ্যে দলগুলো বিশেষ প্রয়োজনে ইতোমধ্যে ঘোষিত হওয়া স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। তাই পাকিস্তান দলে পরবির্তন একরকম নিশ্চিত। এমনটি বলেছেন পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। তিনি বলেন, ‘বিশেষ পরিস্থিতির কারণে যদি দরকার হয় আমরা দলে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারি।’
বিশ্বকাপ দল ঘোষণার আগের দিন হঠাৎ পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন মিসবাহ-উল-হক। তার সাথে বোলিং কোচের পদ থেকে সড়ে দাঁড়ান ওয়াকার ইউনিসও। বিশ্বকাপের আগে মিসবাহ-ওয়াকারের পদত্যাগ পাকিস্তানের জন্য বড় আঘাত বলে মনে করেন আফ্রিদি। মিসবাহ-ওয়াকারের পরিবর্তে দায়িত্ব দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন ও দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিলান্ডারকে। তবে বিশ্বকাপ পর্যন্ত মিসবাহ-ওয়াকারের দলের সাথে থাকা দরকার ছিলো বলে মনে করেন আফ্রিদি।
তিনি বলেন, ‘এই স্বল্প সময়ে ম্যাথু হেইডেন ও ভারনন ফিলান্ডার খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। যদি মিসবাহ-ওয়াকার স্বেচ্ছায় পদত্যাগ করে, তবে পাকিস্তান ক্রিকেটকে গুরুতর আঘাত করেছে তারা। বিশ্বকাপ পর্যন্ত তাদের অপেক্ষা করা উচিত ছিল।’ আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিন্দ্বন্দি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান