বার্মিংহামে পাকিস্তান দূতাবাসে ভিসা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়ার পাকিস্তানি বংশোদ্ভুত ইমরান তাহির। সোমবার যখন তিনি পাকিস্তানের ভিসার জন্য দূতাবাসে গিয়েছিলেন, তাঁকে ৫ ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং খারাপ ব্যবহারও করা হয়।
এর পর টুইটারে নিজের ক্ষোভ জানান তিনি। লেখেন, ‘আমি বিশ্ব একাদশের হয়ে খেলার জন্য পাকিস্তান দূতাবাসের কাছে গিয়েছিলাম ভিসা চাইতে। কিন্তু সেখানে আমাকে ও আমার পরিবারকে অপমানিত করা হয়।’ পুরো ঘটনা জানিয়ে টুইট করেন তাহির। তাঁর টুইটের জবাবে দূতাবাসের তরফে অবশ্য জানানো হয়েছে তদন্ত করা হবে এই ঘটনার।
শ্রীলঙ্কার টিম বাসের উপর জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় বন্ধ বলা চলে। কোনও দলই সেখানে খেলতে যেতে রাজি নয়। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে ইনডিপেন্ডেন্স কাপের আয়োজন করছে আইসিসি। টুর্নামেন্টে মুখোমুখি হবে বিশ্ব একাদশ বনাম পাকিস্তান একাদশ। বিশ্ব একাদশের ১৪ জনের দলে রয়েছেন ইমরান তাহির।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আজকের বাজার : এমএম / ৬ সেপ্টেম্বর ২০১৭