ভারত-পাকিস্তানের সম্পর্ক বরাবরই চিরবৈরী। সেটা সব ব্যাপারেই লক্ষ্যনীয়। তবে এবার পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য কাবাডি বিশ্বকাপ খেলতে যাবে ভারত। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসরটিতে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় কাবাডি ফেডারেশন।
পাকিস্তান কাবাডি ফেডারেশনের সেক্রেটারি রানা মোহাম্মদ সারওয়ারের বরাতে জিও টিভি অনলাইনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে কাবাডির সবচেয়ে বড় আসরে অংশ নিতে ১৮ জনের একটি দল সেখানে যাবে বলে ভারত নিশ্চিত করেছে।
অপরদিকে, কাবাডি বিশ্বকাপের জন্য দ্রুতই দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ভারত, যাতে করে ভিসা প্রক্রিয়া শুরু করা যায়।
শুরুতে অবশ্য পাকিস্তানে খেলতে যেতে অনীহা প্রকাশ করছিলো ভারত। তবে পাকিস্তানের পক্ষ থকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত বদল করে।
ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র এবং কানাডাও এবারের আসরে অংশ নিচ্ছে। এরিমধ্যে দেশ দুটি তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন সারওয়ার।
২০২০ কাবাডি বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোর, ফয়সালাবাদ, কারতারপুর এবং নানকানা সাহিবে। ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে।
আজকের বাজার/আরিফ